• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

মিয়ানমারের মর্টার শেল ছোড়া প্রসঙ্গে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২২  

মিয়ানমারের মর্টার শেল ছোড়া প্রসঙ্গে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী               
বাংলাদেশ সীমান্তে মিয়ানমার থেকে দুটি মর্টার শেল ছোড়ার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আমাদের এখানে এসেছে অ্যাস্ট্রে, হঠাৎ করে চলে এসেছে। এ নিয়ে আমরা তাদের (মিয়ানমার) জিজ্ঞেসও করেছি। তারা আগামীতে আরও সতর্ক হবে।’

বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের শোকসভা থেকে বেরিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গত ২৮ আগস্ট দুপুর আড়াইটার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে ৩৪ ও ৩৫ নম্বর সীমান্ত পিলার এলাকায় শেল দুটি পড়ার কথা জানায় পুলিশ। তবে কেউ হতাহত হননি। অনেকে ওই গ্রাম ছেড়ে পার্শ্ববর্তী গ্রামের আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নেন।

এ ঘটনায় ঢাকায় দেশটির রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ ও তীব্র নিন্দা জানায় বাংলাদেশ। ২৯ আগস্ট রাষ্ট্রদূত উ অং কিয়াউ মো-কে ডাকা হয় বলে জানিয়েছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –