• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

মোজাম পার্কে অভিযান, যৌনকর্মীসহ আটক ১০

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৪  

দিনাজপুরের ঘোড়াঘাটে মোজাম বিনোদন পার্কে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অসামাজিক কার্যক্রম করার অভিযোগে পাঁচ যৌনকর্মীসহ ১০ জনকে আটক করেছে আদালত।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ১ নম্বর বুলাকীপুর ইউনিয়নের কালুপাড়া গ্রামে অবস্থিত মোজাম বিনোদন পার্কে অভিযান চালায় ও ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্বে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম। অভিযানে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে থানা পুলিশের একটি দল সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযান চলাকালে পার্কের আবাসিক রুমে অসামাজিক কার্যক্রম পরিচালনার সময় পৃথক কয়েকটি রুম থেকে পাঁচ জোড়া নারী-পুরুষকে আটক করে পুলিশ। পরে আদালত আটক পাঁচ ব্যক্তিকে সাতদিনের কারাদণ্ড এবং পাঁচ নারীকে এক হাজার টাকা করে অর্থদণ্ড দেন।

আটক ব্যক্তিরা হলেন, জেলার পার্বতীপুর উপজেলার গুড়গুড়ী গ্রামের আব্দুল মাবুদের ছেলে আব্দুল কাদের (২২), মধ্যপাড়া গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে গাউসুল আজম (২৭), নবাবগঞ্জ উপজেলার রোস্তমপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে সুজাউল হক (৪০), শিবরামপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে সারোয়ার (৩০) এবং হাকিমপুর উপজেলার ইটাইপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মতিয়ার রহমান (৪০)।

ঘোড়াঘাট থানার আসাদুজ্জামান আসাদ বলেন, কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদেরকে রোববার সকালে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হবে।

এ বিষয়ে রফিকুল ইসলাম বলেন, অসামাজিক কার্যক্রম পরিচালনার অভিযোগে দণ্ডবিধি অনুযায়ী আটক ব্যক্তিদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –