• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

রংপুরে নির্বাচনমুখি হচ্ছেন রাজনৈতিক দলের নেতারা

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮  

রংপুরে নির্বাচনমুখি হচ্ছেন রাজনৈতিক দলের নেতারা। তাদের কেউ কেউ মনোনয়ন ক্রয় করে এলাকায় ফিরেছেন। আবার কেউ কেউ ক্রয়ের জন্য ঢাকার পানে ছুটছেন। প্রতিটি দলের নেতারাই দলীয় প্রধানের নির্দেশের অপেক্ষায় আছেন । স্ব - স্ব দলের জেলা ও উপজেলা এবং সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়। জানা যায়, তফসিল ঘোষনার পর রাজনৈতিক দলগুলোর মনোনয়ন বিক্রি শুরু হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগই প্রথম মনোনয়ন বিক্রি শুরু করেন। রংপুর- ৬ আসনে (পীরগঞ্জ) আওয়ামী লীগ থেকে স্পীকার শিরীন শারমিন চৌধুরীর পক্ষে মনোনয়ন সংগ্রহ করা হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক মমতাজ উদ্দিন আহম্মেদ জানান। রংপুর -৫ (মিঠাপুকুর) আসনে কেন্দ্রীয় আওয়ামীলীগের অর্থ সম্পাদক আশিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মওলা মন্ডল, উপজেলা বিএনপির সহ সভাপতি হাবিবুর রহমান লর্ড সংগ্রহ করেছেন। রংপুর -৪( কাউনিয়া- পীরগাছা) আসনে আওয়ামী লীগের বর্তমান এমপি ও স্বরাষ্টমন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি টিপু মুন্সি, জাপার সদস্য সিরাজুল ইসলাম ভরসা, সেলিম বেঙ্গল ও জেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব আবু তাহের। কাউনিয়া উপজেলা জাতীয় পাটির আহবায়ক শাহিন সরকার জানান, উপজেলা জাতীয় পাটির সদস্য শিল্পপতি সিরাজুল ইসলাম ভরসা গতকাল মঙ্গলবার মনোনয়ন সংগ্রহ করেছেন। রংপুর ৩ (সদর) আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য চৌধুরী খালেকুজ্জামান, যুব মহিলা লীগের রংপুরের সভাপতি নাসিমা জামান ববি, মহানগর আওয়ামীলীগের প্রচার সম্পাদক রেজাউল ইসলাম মিলন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, জাতীয় পাটির চেয়ারম্যান এইচ এম এরশাদ, বিএনপির- মহানগরের সহ সভাপতি সামসুজ্জামান সামু, জেলার সহ সভাপতি কাওছার জামান বাবলা। রংপুর মহানগর জাতীয় পাটির সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা- জাপা চেয়ারম্যানের মনোনয়ন পত্র সংগ্রহের কথা নিশ্চিত করেছেন। বদরগঞ্জ ও তারাগ -২ আসনে সংগ্রহ করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসানুল হক চৌধুরী ডিউক, জাপার সভাপতি শাবলু চৌধুরী, জাপার সাবেক সংসদ সদস্য আনিছ মন্ডল, উপজেলা বিএনপির সহ সভাপতি মোহাম্মদ আলী সরকার। গঙ্গাচড়া -১ আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল ইসলাম রাজু, জাপা জেলার সভাপতি মসিউর রহমান রাঙ্গা। সূত্রে জানা যায়, গত ৮ই নভেম্বর প্রধান নির্বাচন কমিশার কে এম নুরুল হুদা একাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষনা করেছেন। গত সোমবার তা পরিবর্তন করে নতুন তফসিল ঘোষনা করা হয় । তফসিলে বলা হয়েছে ২৮ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে। যাছাই বাছাই হবে ২ ডিসেম্বর আর প্রত্যাহারের তারিখ নির্ধারন করা হয়েছে ৯ ডিসেম্বর। ভোট হবে ৩০ ডিসেম্বর। উল্লেখ্য-রংপুর জেলার আয়তন ২ হাজার ৩শ ৬৭ বর্গ কিলোমিটার। ভোটার ২৫ লাখ ৬৭ হাজার ২শ ৩৭ জন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –