• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮  

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানরা।

বুধবার দুপুর ১২ টার দিকে বঙ্গভবনে যান তিনবাহিনীর প্রধানরা। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মাশাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। তিন বাহিনীর প্রধানরা এ সময় নিজ নিজ বাহিনীর সার্বিক কমকাণ্ড রাষ্ট্রপতিকে অবহিত করেন।

সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাহিনীর সব সদস্যকে অভিনন্দন জানান।

সাক্ষাতের সময় রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাহিনীর সব সদস্যকে অভিনন্দন জানান। মহান মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর ভূমিকা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, ১৯৭১ সালের এই দিনে সশস্ত্র বাহিনী মুক্তিযুদ্ধকে তরান্বিত করেন।

রাষ্ট্রপতি বলেন, আমাদের সশস্ত্র বাহিনী তাদের উন্নত পেশাদারিত্বের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম বয়ে আনছে। তিন বাহিনীর সদস্যরা ভবিষ্যতেও তাদের উন্নয়নের ধারা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন ।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –