• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

রায় ঘোষণার পর পলাতক, ২০ বছর পর গ্রেফতার আসামি

প্রকাশিত: ২৫ মার্চ ২০২২  

দিনাজপুরে একটি হত্যা মামলার আসামি আনোয়ার হোসেন (৫৫)। মামলায় যাবজ্জীবন রায় ঘোষণার পর আত্মগোপন করেন তিনি। তবে আত্মগোপন করেও শেষ রক্ষা হয়নি। দীর্ঘ ২০ বছর পর তাকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে তাকে ফুলবাড়ী থানায় নিয়ে আসা হয়। এরআগে বুধবার (২৩ মার্চ) ঢাকার ভাটারা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আনোয়ার হোসেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর ফকিরপাড়ার জসিম উদ্দিনের ছেলে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

মামলা ও পুলিশ সূত্র জানায়, ২০০০ সালে ফুলবাড়ী থানায় একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় করা মামলার আসামি আনোয়ার হোসেন। ২০০২ সালে তার অনুপস্থিতিতে রায় ঘোষণা করেন আদালত। রায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

রায়ের পর থেকে প্রায় ২০ বছর ধরে তিনি পলাতক ছিলেন। বুধবার ঢাকার ভাটারা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (২৫ মার্চ) তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –