• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

রোহিঙ্গা ফেরাতে মিয়ানমারের মানসিকতা আগের মতোই

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৯  

মিয়ানমারের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন রোহিঙ্গাদের একটি প্রতিনিধি দল। তবে কোনো প্রকার সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে প্রথম দিনের বৈঠক। তবে রোহিঙ্গা প্রতিনিধিরা জানিয়েছে, মিয়ানমার প্রতিনিধিরা আগের মতোই কথা বলছেন। আমাদের ফিরিয়ে নেয়ার মানসিকতা নিয়ে তারা এ বৈঠকে আসেনি। 

বুধবার বিকেলে বাংলাদেশের কুতুংপাল শরণার্থী শিবিরে মিয়ানমারের ৯ সদস্যের প্রতিনিধি দল ও রোহিঙ্গাদের পক্ষে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেন। খবর- ভয়েস অব আমেরিকা 

রোহিঙ্গাদের জাতিগত স্বীকৃতি ও নাগরিক অধিকারের মতো গুরুত্বপূর্ণ দাবিগুলো মেনে না নেয়ায় হতাশা ব্যক্ত করেন বৈঠকে থাকা রোহিঙ্গা প্রতিনিধিরা।

মিয়ানমারের প্রতিনিধি দল জানিয়েছে, শুধুমাত্র বাঙালি পরিচয়ে বিদেশি নাগরিক হিসেবে ন্যাশনাল ভেরিফিকেশন কার্ড অথবা এনভিসি নিয়ে মিয়ানমারে প্রবেশের সুযোগ পাবেন বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা। 

শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা ও অর্থনৈতিক বিভাগের মহাপরিচালক চ্যান অ্যায়। 

রোহিঙ্গা প্রতিনিধিরা সাংবাদিকদের জানায়, মিয়ানমার প্রতিনিধিরা আগের মতোই কথা বলছেন। রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার মানসিকতা নিয়ে তারা এ বৈঠকে আসেনি। তারা আরো জানায়, ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)-এ মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার বিচার শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে হয়ত নতুন কোনো পরিকল্পনার অংশ এ বৈঠক। 

বৃহস্পতিবার সকালে দ্বিতীয় দিনের বৈঠকে বসেছে মিয়ানমার ও রোহিঙ্গা দলের প্রতিনিধিরা। তবে এখন পর্যন্ত সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –