• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

লালমনিরহাটে বাড়ি-বাড়ি গিয়ে খাদ্য সহায়তা বিতরণ

প্রকাশিত: ১ আগস্ট ২০২১  

লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলায় করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন ও গরিব-অসহায় ৩১০ পরিবারে খাদ্য সহায়তা দিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা।

শনিবার ও গত শুক্রবার আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এ টি এম ইফতেখার হোসেন মাসুদের উদ্যোগে সংগঠনের স্বেচ্ছাসেবীরা অসহায় মানুষদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বলেন, আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের মাধ্যমে দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পেরে আমি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেশে বিরাজমান করোনা পরিস্থিতিতে দেশের গরিব ও  দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকল সামর্থ্যবান নাগরিককে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –