• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

শান্তি-শৃঙ্খলা রক্ষায় ফুলবাড়ীতে র‌্যাবের চেকপোস্টে তল্লাশি

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৪  

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় র‌্যাব-১৩ দিনাজপুরের উদ্যোগে চেকপোস্ট স্থাপন করে বিশেষ ইলেকট্রনিক ডিভাইস দিয়ে তল্লাশির মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়।

এ সময় সন্দেহভাজন ব্যক্তিদের আঙ্গুলের ছাপ সংগ্রহ করা হয়। চলমান অভিযানের সময় হেলমেট, ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীনসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় যানবাহন পরিচালনার দায়ে ১৫টি মামলায় প্রায় ১ লক্ষ টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

বুধবার বিকালে দিনাজপুর-ঢাকা মহাসড়কের দিনাজপুরের ফুলবাড়ী শহরের ঢাকা মোড়ে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এ সময় র‌্যাব-১৩ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি দিনাজপুর-১ এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুর রাজ্জাক খান বলেন, অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে এ অভিযান। এ সময় র‌্যাব ও ট্রাফিক পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –