• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

শীতকে উপেক্ষা করে দিনাজপুরে বিভিন্ন মার্কার সমর্থনে গণসংযোগ

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২৪  

শীতকে উপেক্ষা করে বিভিন্ন আসনের বিভিন্ন মার্কার সমর্থনে পথসভা, গণসংযোগ চালিয়েছেন নেতাকর্মী-প্রার্থীরা। বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক জুয়েল রানার নেতৃত্বে স্থানীয় ছাত্রলীগের বিভিন্ন নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর-৩ সদর আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী হুইপ ইকবালুর রহিম এমপির পক্ষে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করেন কেন্দ্রীয় ছাত্রলীগের এই নেতা।

বৃহস্পতিবার দিনাজপুর সদর-৩ আসনে ইকবালুর রহিমের সমর্থনে দিনাজপুর নাগরিক কমিটির গণসংযোগ ও প্রচারাভিযানে শহরের বিভিন্ন স্থানের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীদের কাছে নৌকা মার্কায় ভোট প্রদানের জন্য আহবান জানান নাগরিক কমিটির নেতৃবৃন্দ। গণসংযোগে উপস্থিত ছিলেন নাগরিক কমিটির সদস্য,মো: মাজেদুর রহমান দুলাল, জহির শাহ, মো: শামীম কবীর, মো: মোফাজ্জল হোসেন, রেজাউর রহমান হিরু, মো: রাজিউর রহমান ডাবলু, মো: মাহবুব আলমসহ অন্যান্যরা।

দিনাজপুর-৬ (ঘোড়াঘাট, নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর) আসনে বৃহস্পতিবার বিকেলে স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কার প্রার্থী সাবেক সংসদ সদস্য আজিজুল হকের নির্বাচনি ঘোড়াঘাট আজাদ মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন ঘোড়াঘাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা, দিনাজপুর জেলা পরিষদ সদস্য ও ঘোড়াঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুর রহিম মিয়া প্রমুখ।

দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগ (নৌকা মার্কা) মনোনীত প্রার্থী মনোরঞ্জন শীল গোপাল এমপি কাহারোল উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ধানহাটি প্রাঙ্গনে পথসভা করেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুকের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আজিজুল ইমাম চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম, সাবেক সংসদ সদস্য আব্দুল হক সবুজ, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ খালেদ হাবিব সুমন, শ্রম বিষয়ক সম্পাদক আমজাদ আলী, সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সৈয়দ সালাউদ্দিন দিলীপ প্রমুখ।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –