• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

শীতজনিত রোগে রংপুরে চার শিশুর মৃত্যু

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৯  

শীতজনিত রোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চার শিশুর মৃত্যু হয়েছে। নিহতদের বয়স ১০ দিন থেকে ২ মাস পর্যন্ত।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ফরিদুল ইসলাম চৌধুরী জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যে চার শিশু মারা গেছে তারা শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিল। 

তিনি জানান, প্রতিদিন শীতজনিত রোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গড়ে শতাধিক রোগী ভর্তি হচ্ছে।

রংপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে,  রংপুরের তাপমাত্রা ১২ থেকে ১০ ডিগ্রি সেলিসিয়াসে উঠানামা করছে। 

বৃহস্পতিবার সকালে রংপুরের তাপমাত্রা কমে ১১ ডিগ্রিতে নেমে আসে। বিকেলের পর তা গিয়ে দাঁড়ায় ১০ ডিগ্রিতে। পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় দরিদ্র ও খেটে খাওয়া মানুষদের দুর্ভোগ বেড়েছে। রংপুরের তিস্তা চারাঞ্চলের মানুষ শীতবস্ত্রের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।

তীব্র শীত আর ঘন কুয়াশার কারণে শহরের লোক সংখ্যাও কমে গেছে। নিম্ন আয়ের মানুষেরা ভিড় করছে পুরাতন গরম কাপড়ের দোকানে। 

কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারীতে খোঁজ নিয়ে জানা যায়,  এই জেলাগুলোর বেশিরভাগ মানুষ নিম্ন আয়ের ও দরিদ্র হওয়ায় শীতে তাদের জীবন যাত্রায় নেমে এসেছে স্থবিরতা।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডা. বিকাশ মজুমদার জানান, শীতজনিত রোগ থেকে শিশুকে রক্ষা করতে গরম কাপড় পড়ানো জরুরি। মায়েদের খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন বাচ্চাদের শীত না লাগে। তবে বেশি অসুস্থ মনে হলে স্বাস্থ্যকেন্দ্র কিংবা হাসপাতালে নেয়ার ব্যবস্থা করতে হবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –