• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

সবার জন্য নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে হবে: এলজিআরডিমন্ত্রী

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২২  

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, রাজধানী ঢাকাকে বসবাসের উপযোগী ও  দৃষ্টিনন্দন শহর হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত সবাইকে বিবেচনায় রেখে ঢাকার উন্নয়ন করতে হবে। সবার জন্য সুন্দর ও নিরাপদ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করতে হবে।

বুধবার রাজধানীর একটি হোটেলে ‘নগর কথা- নিম্ন আয়ের মানুষের আবাসন ও নাগরিক সুবিধাসমূহ: প্রেক্ষিত ঢাকা’ শীর্ষক এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।  সেন্টার ফর আরবান স্টাডিজ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং ইউএন হ্যাবিট্যাট যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

মন্ত্রী বলেন, যেকোনো শহরেই সব শ্রেণির মানুষের প্রয়োজন আছে। শ্রেণিভেদে মানুষের আয় ও নাগরিক সুবিধার তারতম্য রয়েছে। গুলশান, বারিধারা, বনানীর মানুষ যে সুযোগ-সুবিধা ভোগ করে যাত্রাবাড়ী অথবা পুরান ঢাকার মানুষ তা পায় না। পানি, গ্যাস, বিদ্যুৎসহ অন্যান্য সেবার মূল্য নির্ধারণে মানুষের আয়কে বিবেচনায় রাখতে হবে। এজন্য জোনভিত্তিক পানি, গ্যাস, বিদ্যুৎসহ অন্যান্য সেবার দাম নির্ধারণ করতে হবে।

তিনি আরো বলেন, নগরে মানুষের অভিবাসন কমাতে হলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ অন্যান্য নাগরিক সুবিধা গ্রামে পৌঁছে দিতে হবে। এজন্য বর্তমান সরকার প্রতিটি গ্রামকে শহরে পরিণত করার অঙ্গীকার করেছে এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মানুষ গ্রামে উন্নত সব সুযোগ-সুবিধা পেলে শহরমুখী হবে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান পরিকল্পনাবিদ মাকসুদ হাসেম, সেন্টার অফ আরবান স্টাডিজের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম প্রমুখ।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –