• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বোচাগঞ্জে বিক্ষোভ

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৩  

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ২০০৫ সালের ১৭ আগষ্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে বোচাগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে জয় বাংলা ভাস্কর্য এর পাদদেশে বিএনপি-জামাত সরকারের শাসনামলে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি কর্তৃক ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী ৬৩ জেলার ৪৩৪টি স্থানে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন বিপুল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় নৌ প্রতিমন্ত্রী  খালিদ মাহমুদ চৌধুরী এমপি দিনাজপুর-২।

প্রধান অতিথি বলেন- ২০০৫ সালের ১৭ আগস্টে একযোগে ৬৩ জেলায় তৎকালীন বিএনপি-জামায়াত সরকারের পৃষ্ঠপোষকতায় ৪৩৪টি স্থানে সিরিজ বোমা হামলার মাধ্যমে বাংলাদেশকে একটি তালেবানী রাষ্ট্র বানানোর পরিকল্পনা করেছিল। বাংলাদেশ আওয়ামী লীগ সেই সিরিজ বোমা হামলার তীব্র নিন্দা ও বোমা হামলার পরিকল্পনাকারীদের ফাঁসির রায় কার্যকরের দাবি জানান। তিনি আরও বলেন বোমা হামলার পরিকল্পনাকারীদের ফাঁসির রায় কার্যকর না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে  ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবে।

এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ আসলাম মেয়র, সেতাবগঞ্জ পৌরসভা, বোচাগঞ্জ দিনাজপুর; আবু সৈয়দ হোসেন, সভাপতি বোচাগঞ্জ উপজেলা আওয়ামীলীগ; আফছার আলী সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ, বোচাগঞ্জ উপজেলা শাখা; আব্দুস সবুর সহ সভাপতি উপজেলা আওয়ামী লীগ বোচাগঞ্জ; এমদাদুল হোসেন ঈশান সাধারণ সম্পাদক উপজেলা ছাত্রলীগ বোচগঞ্জ; কামাল ইবনে ইউসুফ সাংগঠনিক সম্পাদক উপজেলা ছাত্রলীগ বোচাগঞ্জ সহ উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –