• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

সিলেট-রংপুরে হাতপাখার ৫০ প্রার্থী

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮  

আসন্ন সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এজন্য সারাদেশে প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করেছে তারা। তবে সিলেট ও রংপুর বিভাগের ১২ জেলার ৫০টি আসনের বিপরীতে ৫০ জন প্রার্থী চূড়ান্ত করেছে দলটি।

ইসলামী আন্দোলনের সংবিধান অনুযায়ী আসন ভিত্তিক দলের দায়িত্বপ্রাপ্তরাই মনোনয়ন পেয়ে থাকেন। সিলেট বিভাগে আসন সংখ্যা ১৮টি। এই বিভাগে মনোনয়ন পেয়েছেন যারা-

সিলেট: সিলেট-১ আসনে মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী রাজু, সিলেট-২ আসনে মাওলানা আমীর উদ্দিন, সিলেট-৩ আসনে এম এ মতিন বাদশা, সিলেট-৪ আসনে মাওলানা জিল্লুর রহমান, সিলেট-৫ আসনে মুহাম্মদ নূরুল আমীন।

সুনামগঞ্জ: সুনামগঞ্জ-১ আসনে মাওলানা ফখর উদ্দিন, সুনামগঞ্জ-২ আসনে মাওলানা আব্দুল হাই আল হাদী, সুনামগঞ্জ-৩ আসনে ক্বারী মুহিব্বুল হক আজাদ, সুনামগঞ্জ-৪ আসনে তানভির আহমদ তাসলিম, সুনামগঞ্জ-৫ আসনে হাফিজ মাওলানা হুসাইন আল হারুন।

মৌলভীবাজার: মৌলভীবাজার-১ আসনে মো.গিয়াস উদ্দিন, মৌলভীবাজার-২ আসনে হাফেজ মতিউর রহমান, মৌলভীবাজার-৩ আসনে মাওলানা মুহাম্মদ আসলাম, মৌলভীবাজার-৪ আসনে মাওলানা সালাহ উদ্দিন,

হবিগঞ্জ: হবিগঞ্জ-১ আসনে মাওলানা আব্দুল হান্নান, হবিগঞ্জ-২ আসনে মাওলানা আবুল জামাল মাসউদ হাসান, হবিগঞ্জ-৩ আসনে মহিব উদ্দিন আহমদ সোহেল, হবিগঞ্জ-৪ আসনে ক্বারী শেখ শামসুল আলম।

রংপুর বিভাগে আসন সংখ্যা ৩২টি এই বিভাগে দলটির প্রার্থীরা হলেন-

রংপুর: রংপুর-১ (গঙ্গাচড়া) গঙ্গাচড়া উপজেলার সভাপতি মো. মোক্তার হোসেন, রংপুর-২ (তারাগঞ্জ, বদরগঞ্জ) আসনে তারাগঞ্জ উপজেলার শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. আশরাফ আলী, রংপুর-৩ (রংপুর সদর) রংপুর মহানগরের সাংগঠনিক সম্পাদক মো. আমিরুজ্জামান পিয়াল, রংপুর-৪ ( পীরগাছা, কাউনিয়া) কাউনিয়া উপজেলার সভাপতি মো. বদিউজ্জামান, রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে মিঠাপুকুর উপজেলার সহ-সভাপতি মো. শফিউল আলম, রংপুর-৬ (পীরগঞ্জ) মাওলানা মো. বেলাল হোসেন।

দিনাজপুর: দিনাজপুর-১ আসনে (বীরগঞ্জ, কাহারোল) দিনাজপুর উত্তরের সহ-সভাপতি মো. আশরাফুল আলম, দিনাজপুর-২ আসনে (বোচাগঞ্জ, বিরল) জেলার আইন বিষয়ক সম্পাদক মো.হাবিবুর রহমান, দিনাজপুর-৩ আসনে (দিনাজপুর সদর) দিনাজপুরের সাধারণ সম্পাদক মুফতি মো. খায়রুজ্জামান, দিনাজপুর-৪ (খানসামা, চিররবন্দর) খানসামা উপজেলার সহ-সভাপতি মো.আমিনুল ইসলাম, দিনাজপুর-৫ (পার্বতীপুর, ফুলবাড়ী) আসনে দিনাজপুর দক্ষিণের সহ-সভাপতি মাওলানা মো.মতিউর রহমান, দিনাজপুর-৬ (নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর, ঘোড়াঘাট) আসনে মো. নুর আলম সিদ্দিকী।

পঞ্চগড়: পঞ্চগড়-১ আসনে (পঞ্চগড় সদর, তেতুলিয়া, আটোয়ারী) মোহাম্মদ আব্দুল্লাহ, পঞ্চগড়-২ আসনে (বোদা, দেবীগঞ্জ) দেবীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মো. কামরুল হাছান।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও-১ (ঠাকুরগাঁও সদর) জেলা সভাপতি মো. আব্দুল জব্বার, ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গি, হরিপুর, রাণীশংকৈল) আসনে বালিয়াডাঙ্গি থানার জয়েন্ট সেক্রেটারি মো.রেজাউল করীম, ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ) পীরগঞ্জ উপজেলার সহ-সভাপতি মো. নাজিম উদ্দিন।

নীলফামারী: নীলফামারী-১ (ডোমার, ডিমলা) মো. সাইফুল ইসলাম, নীলফামারী-২ (নীলফামারী সদর) জেলার সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম, নীলফামারী-৩ (জলঢাকা, কিশোরগঞ্জ) জলঢাকা উপজেলার সভাপতি মো. আমজাদ হোসেন সরকার, নীলফামারী-৪ (সৈয়দপুর) তারাগঞ্জ থানার সভাপতি মাওলানা শহিদুল ইসলাম।

লালমনিরহাট: লালমনিরহাট-১ (পাটগ্রাম, হাতিবান্ধা) আসনে মোহাম্মদ হাবিবুরর রহমান, লালমনিরহাট-২ (কালীগঞ্জ, আদিতমারী) লালমনিরহাট জেলার সভাপতি মো. ইব্রাহীম হোসেন খান, লালমনিরহাট-৩ (লালমনিরহাট সদর) লালমনিরহাট জেলার সহ-সভাপতি মো. মোকছেদুল ইসলাম।

কুড়িগ্রাম: কুড়িগ্রাম-১ (ভুরুঙ্গামারী, নাগেশ্বরী) আব্দুর রহমান প্রধান, কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম, রাজারহাট, ফুলবাড়ী) মো. মোকছেদুর রহমান, কুড়িগ্রাম-৩ (উলিপুর) মাওলান গোলাম মোস্তফা, কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর, চিলমারী) মাওলানা আনছার উদ্দিন।

গাইবান্ধা: গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) জেলার আইন বিষয়ক সম্পাদক মো.আশরাফুল ইসলাম, গাইবান্ধা-২ (গাইবান্ধা সদর) জেলার সহ-সেক্রেটারী মাওলানা মো. আল আমীন, গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর,পলাশবাড়ী) মোহাম্মদ হানিফ দেওয়ান, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) জেলার যুব আন্দোলন সভাপতি সৈয়দ তৌহিদুল ইসলাম, গাইবান্ধা-৫ (ফুলছড়ি,সাঘাটা) সাঘাটা উপজেলার সভাপতি মো. আব্দুর রাজ্জাক।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –