• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

সিলেটের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে ঢাকা

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৯  

চট্টগ্রাম পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি ঢাকা প্লাটুন ও সিলেট থান্ডার। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সিলেট থান্ডারের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।

ঢাকা পর্বে স্বাগতিকদের কাছে হেরেছিলো সিলেট থান্ডার। কিন্তু চট্টগ্রামের মাটিতে ঢাকা প্লাটুনকে হারিয়ে বঙ্গবন্ধু বিপিএলে প্রতিশোধ নিতে চায় সিলেট। অপরদিকে, ঢাকার লক্ষ্য জয়ের ধারা অব্যাহত রাখা। চট্টগ্রামে নিজেদের প্রথম ম্যাচ হারের পর সোমবার কুমিল্লাকে হারিয়ে জয়ের ধারায় ফেরে মাশরাফির ঢাকা।

ঢাকা পর্বের শেষ ম্যাচে মাশরাফি-তামিমদের বিপক্ষে খেলতে নেমেছিলো সিলেট। টস হেরে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৮২ রান করে ঢাকা। দলের পক্ষে ওপেনার আনামুল হক বিজয় ৪২ বলে ৬২ রান করেন। জবাবে ৭ উইকেটে ১৫৮ রানের বেশি করতে পারেনি সিলেট। অধিনায়ক মোসাদ্দেক হোসেন ৪৪ বলে অপরাজিত ৬০ রান করেও দলের হার এড়াতে পারেনি।

ঢাকাসহ এবারের বিপিএলের প্রথম চার ম্যাচেই হারে সিলেট। ঢাকা পর্বে প্রথম তিনটি ও চট্টগ্রাম পর্বে প্রথম ম্যাচ হারে সিলেট। শেষ পর্যন্ত নিজেদের পঞ্চম ম্যাচে প্রথম জয়ের স্বাদ পায় সিলেট। তাই ৫ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট সংগ্রহে আছে সিলেটের। সিলেট চারটি ম্যাচ হারে চট্টগ্রামের কাছে দু’বার ও রাজশাহী-ঢাকার কাছে।

অন্যদিকে হার দিয়ে এবারের আসর শুরু করে ঢাকা। রাজশাহীর কাছে হেরেছিলো তারা। তবে পরের দু’ম্যাচে জয় তুলে নেয় ঢাকা। ঐ দু’ম্যাচে ঢাকার প্রতিপক্ষ ছিলো কুমিল্লা ওয়ারিয়র্স ও সিলেট। তবে চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচে হেরে যায় ঢাকা। স্বাগতিক চট্টগ্রামের কাছে হারে ঢাকা। তবে চট্টগ্রামে শেষ ম্যাচের আগে আজ জয়ের দেখা পেয়েছে ঢাকা। মাহেদী হাসানের দুর্দান্ত ব্যাটিং-বোলিং-এ কুমিল্লাকে ৫ উইকেটে হারায় ঢাকা। তাই জয়ের অব্যাহত রেখে চট্টগ্রামের শেষ ম্যাচেও জয় তুলে নিতে চায় ঢাকা।

ঢাকা প্লাটুন একাদশ: তামিম ইকবাল, আনামুল হক বিজয়, মেহেদী হাসান, আসিফ আলি, জাকের আলি অনিক, মুমিনুল হক, শহীদ আফ্রিদি, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), হাসান মাহমুদ।

সিলেট থান্ডার একাদশ: আন্দ্রে ফ্লেচার, আবদুল মজিদ, জনসন চার্লস, মোহাম্মদ মিথুন, মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), নাজমুল হোসেন মিলন, সোহাগ গাজী, শেরফান রাদারফোর্ড, এবাদত হোসেন চৌধুরী, ক্রিসমার সান্টোকি, নাজমুল ইসলাম অপু।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –