• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

সিয়াটল থেকে সন্ধ্যায় দেশে আসছে ‘অচিন পাখি’

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৯  

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নতুন ড্রিমলাইনার উড়োজাহাজ যুক্ত হবে ‘অচিন পাখি’। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে সিয়াটলের বোয়িং কারখানার এভারেট ডেলিভারি সেন্টার থেকে ঢাকার উদ্দেশে উড়াল দিয়েছে উড়োজাহাজটি।

মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা।

যুক্তরাষ্ট্রে অবস্থানরত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানবীর আহমেদ এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২০ ডিসেম্বর বোয়িং ৭৮৭-৯ সিরিজের ড্রিমলাইনার ‘অচিন পাখি’ উড়োজাহাজটিকে বোয়িং কর্তৃপক্ষ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে।

অত্যাধুনিক এই উড়োজাহাজটিতে বিজনেস ক্লাসের ৩০টি, প্রিমিয়াম ইকোনোমি ক্লাসের ২১টি ও ইকোনোমি ক্লাসের ২৪৭টিসহ মোট ২৯৮ টি আসন রয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –