• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

সেতাবগঞ্জ কেন্দ্রীয় দুর্গা মন্দিরে মাতৃ-পিতৃ পূজা

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৩  

 
দিনাজপুরের সেতাবগঞ্জে পিতা-মাতার প্রতি পিতৃত্ব ও মাতৃত্ববোধ বৃদ্ধিতে মাতৃ-পিতৃ পূজা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় সেতাবগঞ্জ সরকারি কলেজ সংলগ্ন কেন্দ্রীয় দুর্গা মন্দিরে ২ শতাধিক সন্তানের অংশগ্রহণে পূজা উদযাপন পরিষদ বোচাঁগঞ্জ উপজেলা শাখা’র আয়োজনে এই মাতৃ-পিতৃ পূজা অনুষ্ঠিত হয়।

দেশে পিতা-মাতার প্রতি পিতৃত্ব ও মাতৃত্ববোধ ভুলে গিয়ে সন্তানেরা তাদের পিতা-মাতাদের বৃদ্ধাশ্রমসহ অন্যত্রে পাঠিয়ে দিচ্ছে। এসকল কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য এবং মাতৃভক্তবোধ ফিরিয়ে আনার লক্ষ্যে এই ধরনের পূজার আয়োজন করা হয়। তবে এই পূজাটি সেতাবগঞ্জে প্রথম অনুষ্ঠিত হয়েছে। 

পিতৃ-মাতৃ পূজাটি পরিচালনা করেন এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউট, দিনাজপুরের অধ্যক্ষ ও পূজা পরিচালনাকারী পুরোহিত প্রকৌশলী শ্রী জয়ন্ত কুমার সরকার।

এসময় বক্তারা পিতা-মাতাসহ গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার বিষয়ে বিভিন্ন দৃষ্টিকোণ হতে আলোকপাত করেন।

পিতৃ-মাতৃ পূজায় উপস্থিত ছিলেন সেতাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ডালিম সরকার, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আফসার আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনসুর রহমান, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীর রঞ্জন ধর, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বোচাগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোঃ শামীম আজাদ, বোচাগঞ্জ পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক শ্রী বীরভদ্র রায় ও সদস্য সচিব শ্রী বিশ্বনাথ চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বোচাগঞ্জ উপজেলা শাখা’র সাধারণ সম্পাদক শ্রী স্বাধীন চন্দ্র রায়সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –