• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

হবিগঞ্জে আমনের বাম্পার ফলন

প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮  

হবিগঞ্জে এবার আমনের বাম্পার ফলন হয়েছে। ফলে হাসি ফুটেছে কৃষক-কৃষাণীর মুখে। উৎসবমুখর পরিবেশে চলছে ধান কাটার কাজ।

কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, এ বছর আমন আবাদে লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। এবার জেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৭৫ হাজার ২শ’ ১০ হেক্টার জমি। কিন্তু লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এ বছর আবাদ হয়েছে ৭৮ হাজার ১শ’ ৪৫ হেক্টর জমিতে। সবকিছু ঠিক থাকলে এবার আমনে ২ লাখ ১৩ হাজার মেট্রিক টন চাল উৎপাদন হবে বলে ধারণা তাদের।

জেলার নবীগঞ্জ, লাখাই, চুনারুঘাট, মাধবপুর, বাহুবল, বানিয়াচং, আজমিরীগঞ্জ ও শায়েস্তাগঞ্জ উপজেলার অধিকাংশ জমিতে আমন ধান চাষ হয়েছে। এরইমধ্যে অনেক জায়গায় মাঠে মাঠে আমন ধান কাটার উৎসব শুরু হয়েছে। সোনালী ধানের আগমনে কৃষাণ-কৃষাণীরা রাত জেগে উৎসবমুখর পরিবেশে ধান কাটা ও মাড়াইয়ের কাজ করছে।

কৃষক রহমত আলী বলেন, এবার আমন ফসল ভালো হয়েছে। তবে ধান কাটতে খরচ অন্য বছরের তুলনায় বেশি হচ্ছে।

আরেক কৃষক আহমদুর রহমান বলেন, আমন ধান চাষ করা সব চেয়ে বেশি সুবিধাজনক। এটাতে বোরো ধানের মতো পরিশ্রম করতে হয় না।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. আলী বলেন, আবহাওয়া, প্রাকৃতিক পরিবেশ পাচিং ও সার ব্যবস্থাপনা ভাল থাকায় এবার ফসল উৎপাদন ভালো হয়েছে। এর ফলে জেলার খাদ্য চাহিদা মিটিয়ে অন্যান্য জেলার খাদ্য ঘাটতি মেটানো সম্ভব হবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –