• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

হিলিতে পেঁয়াজের দাম কমেছে

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২১  

দিনাজপুরের হিলিবন্দর দিয়ে বেড়েছে ভারতীয় পেঁয়াজের সরবরাহ। এতে করে ভারতীয় পেঁয়াজের দাম হাতের নাগালে এসেছে। হিলি বাজারে বর্তমানে পাইকাড়ি আড়তগুলোতে ২২ থেকে ২৩ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ভারতীয় পেয়াঁজ। যা চারদিন আগেও ছিল ২৭ টাকা।

ব্যবসায়ীদের দাবি, বাজারে দেশি পেঁয়াজ ও পাতা পেঁয়াজের সরবরাহ এবং বার্মা পেঁয়াজের আমদানি বাড়ায় দাম কমে গেছে।

হিলি বন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জাগো নিউজকে বলেন, রোববার (২১ নভেম্বর) বন্দর দিয়ে ২৭ ট্রাকে ৭৮১ টন পেঁয়াজ আমদানি হয়েছে। গেলো সপ্তাহের তুলনায় আমদানি বেড়েছে।

সোমবার (২২ নভেম্বর) দুপুরে সরেজমিন হিলি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি হয়েছে। ভারতীয় ও বার্মা পেঁয়াজ পাইকারি আড়তগুলোতে ২২ থেকে ২৩ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর খুচরা বাজারে ভারতীয় পেঁয়াজ প্রকারভেদে ২৪ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

খুচরা পেঁয়াজবিক্রেতা মিঠু বলেন, ‘দিন দিন হিলিতে পেঁয়াজ আমদানি বাড়ছে। এখানে দেশি পেঁয়াজের দাম এখন ৪০ টাকা। পাতা পেঁয়াজ ৩০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ প্রকারভেদে ২৪ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।’

পেঁয়াজ আমদানিকারক বাবু হোসেন জাগো নিউজকে বলেন, ‘হিলি বন্দরসহ দেশের প্রতিটি বন্দর দিয়ে প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি হচ্ছে। দেশি পেঁয়াজও বাজারে অনেক। সে কারণে বাজারে দাম হাতের নাগালেই রয়েছে।’

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –