• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

হিলিতে ভারত থেকে রেল পথে এলো চিটাগুড়

প্রকাশিত: ২৩ জুন ২০২২  

দিনাজপুরের হিলি রেল স্টেশনে ভারত থেকে ৪০ ট্যাংক চিটাগুড় আমদানি করা হয়েছে। এসময় ১,৩৭৫ মেট্রিকটন চিটাগুড় এসেছে এই স্টেশনে। যা থেকে ভাড়া বাবদ সরকার পেয়েছে ৯,০৬,১২৫ টাকা।

বৃহস্পতিবার (২৩ জুন) বিষয়টি জানিয়েছেন হিলি রেলস্টেশন মাস্টার তপন কুমার চক্রবর্তী।

তিনি বলেন, বুধবার সন্ধ্যায় ভারত থেকে বেনাপোল হয়ে ৪০টি চিটাগুড়ের বিটিপিএন (ট্যাংক) হিলি রেলস্টেশনে এসে পৌঁছে। ৪০ টি ট্যাংকে ১,৩৭৫ মেট্রিকটন চিটাগুড় আমদানি হয়েছে। যা থেকে ভাড়া সরকার পেয়েছে ৯ লাখ ৬ হাজার ১২৫ টাকা।

তিনি আরও বলেন, জয়পুরহাট চেম্বার অব কমার্সের সভাপতি আনারুল হক এই চিটাগুড়গুলো ভারত থেকে আমদানি করেছেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –