• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

‘২০০ বছরেও পদ্মাসেতুর পিলারের কিছু হবে না’

প্রকাশিত: ২৪ জুলাই ২০২১  

আগামী ২০০ বছরেও পদ্মাসেতুর পিলারের কিছু হবে না বলে জানিয়েছেন পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের পরিচালক মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, চার হাজার টন জাহাজও পদ্মাসেতুর পিলারে ধাক্কা দিলে জাহাজই ক্ষতিগ্রস্ত হবে, তবু পিলারের কিছু হবে না। এছাড়া যেকোনো নৌযানও ধাক্কা দিলে মূলত নৌযানেরই ক্ষতি হবে। এভাবেই পদ্মাসেতুর পিলার বানানো হয়েছে।

শুক্রবার মুন্সিগঞ্জের শিমুলিয়ার কাছে পদ্মাসেতুর পিলারে ধাক্কা লেগে একটি ফেরি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় ২৫ জন আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

এদিন সকাল সাড়ে ৯টার দিকে মাদারীপুরের বাংলাবাজারঘাট থেকে শিমুলিয়ায় আসার পথে পিলারে ধাক্কা দেয় ফেরি শাহ জালাল। এ ঘটনায় ওই ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –