• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

২০১৯ সালের উল্লেখযোগ্য চলচ্চিত্র

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৯  

কয়েকদিন পরেই নতুন উদ্যোমে শুরু হবে নতুন বছর। নতুন বছরের সূর্যোদয় বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা নিয়ে আসবে। জীর্ণশীর্ণ ঝরাপাতার মতো পুরাতন বছর শেষে নতুন বছর সবুজ পাতার মতো অঙ্কুরিত হবে। বঙ্গীয় ব-দ্বীপে নতুন দিনের আলো নিয়ে আসবে ২০২০ সাল। বিদায় নেবে ২০১৯ সাল। বিগত কয়েক বছরের মতো চলতি বছরটাও সিনেমার জন্যও সুখকর ছিল না। আগামী সপ্তাহে যদি ‘মায়া’ এবং ‘কাঠবিড়ালী’ মুক্তি পায় তবে এ বছর মোট মুক্তিপ্রাপ্ত দেশি চলচ্চিত্রের সংখ্যা দাঁড়াবে ৪১টিতে। এছাড়া যৌথ প্রযোজনার ও সাফটা চুক্তির মাধ্যমে বেশ কয়েকটি আমদানি করা চলচ্চিত্র মুক্তি পেয়েছে। তবে প্রত্যাশা থাকবে সামনের বছরে আবারো ঘুরে দাড়াবে সিনেমার বাজার। এবার জেনে নেয়া যাক এ বছরে মুক্তি প্রাপ্ত চলচ্চিত্র সম্পর্কে-

চলতি বছর শুরুতে জানুয়ারি মাসে মুক্তি পায় মাত্র একটি সিনেমা। বছরের শুরুতে ৪ জানুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় এম আজাদ পরিচালিত ‘আই অ্যাম রাজ’ দিয়ে। রাজ ইব্রাহিম, সাবরিনা মামিয়া, সাদেক বাচ্চু, আমির সিরাজী অভিনয় করেছেন ছবিটিতে। 

পরের মাসের শুরুতেই মুক্তি পায় ‘আমার প্রেম আমার প্রিয়া’ ও ‘দাগ হৃদয়ে’ নামের দুটি ছবি। এর মধ্যে শামীমুল ইসলাম শামীম পরিচালিত ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেন পরীমনি ও কায়েস আরজু। ওয়ান স্টার ইন্টারন্যাশনাল মুভিজের ব্যানারে, মোজাম্মেল হক খানের প্রযোজনায় নির্মিত এ ছবিতে আরো অভিনয় করেন মিশা সওদাগর, আলীরাজ, রেবেকা, ডনসহ অনেকে।

অন্যদিকে, তারেক সিকদার পরিচালিত ত্রিভুজ প্রেমের ‘দাগ হৃদয়ে’ ছবিটিতে নায়ক বাপ্পি চৌধুরীর বিপরীতে দেখা গেছে বিদ্যা সিনহা মিম ও আঁচল আঁখিকে। এ ছবির কাহিনী লিখেছেন কামাল আহমেদ, সংলাপ ও চিত্রনাট্য করেছেন মোহাম্মদ রফিকুজ্জামান। এ ছবিতে আরো অভিনয় করেন অরুণা বিশ্বাস, শতাব্দী ওয়াদুদসহ আরো অনেকে।

 

 

ফেব্রুয়ারিতে মুক্তি পায় ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত ছবি ‘ফাগুন হাওয়ায়’। তৌকির আহমেদ পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা ও সিয়াম আহমেদ। টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মিত ছবিটি প্রযোজনা করে ইমপ্রেস টেলিফিল্মস। এ ছবিতে তিশা ও সিয়াম, ছাড়াও অভিনয় করেছেন আবুল হায়াত, আফরোজা বানু, ফারুক হোসেন, সাজু খাদেম, আজাদ সেতু, বলিউডের অভিনেতা যশপাল শর্মাসহ অনেকে। একই দিনে মুক্তি পায় আরেক ছবি ‘রাত্রির যাত্রী’। হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত এ ছবির মাধ্যমে পর্দায় উঠে আসে চিত্রনায়িকা মৌসুমীর ছবি। এতে তার বিপরীতে ছিলেন আনিসুর রহমান মিলন। এছাড়াও ছবিটিতে অভিনয় করেন এটিএম শামসুজ্জামান, অরুণা বিশ্বাস, শহীদুল আলম সাচ্চু, সম্রাট, সালাউদ্দিন লাভলু, অরুণা বিশ্বাস, মারজুক রাসেল, শিমুল খান, রেবেকা রউফ, নায়লা নাঈম, চিকন আলীসহ অনেকে।

ভাষা আন্দোলনের মাসে সবশেষ মুক্তি পায় আরো দুই ছবি- ‘হৃদয়ের রংধনু’ ও যৌথ প্রযোজনার ছবি ‘প্রেম আমার ২’। রাজীবুল হোসেন পরিচালিত ‘হৃদয়ের রংধনু’ ছবিতে অভিনয় করেন মিনা পেটকোভিচ, মুহতাসিন সজল, শামস কাদের। অন্যদিকে বিদুলা ভট্টাচার্য পরিচালিত  ‘প্রেম আমার ২’ ছবিতে অভিনয় করেন পূজা চেরি, অদৃত, সৌরভ দাস, চম্পাসহ অনেকে।

 

যদি একদিন সিনেমার দৃশ্যে তাহসানের সঙ্গে শ্রাবন্তী

যদি একদিন সিনেমার দৃশ্যে তাহসানের সঙ্গে শ্রাবন্তী

অগ্নিঝরা মার্চ মাসে মুক্তি পায় মোট পাঁচটি ছবি। এর মধ্যে একটি উত্তম আকাশ পরিচালিত ‘বয়ফ্রেন্ড’। এতে অভিনয় করেন তাসকিন রহমান, সেমন্তী সৌমি, অমিত হাসানসহ অনেকে। অন্যটি মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’। এ ছবির মাধ্যমে নায়ক হিসেবে অভিষেক হয় তাহসান খানের। ছবিতে আরো অভিনয় করেন কলকাতার নায়িকা শ্রাবন্তী। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত এ ছবিতে আরো অভিনয় করেন তাসকিন রহমান, সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার ও শিশুশিল্পী আফরিন শিখা রাইসা।

মুক্তি পায় মুকুল নেত্রবাদী পরিচালিত ‘বউ বাজার’। এতে অভিনয় করেন শাহরিয়াজ, রাহা তানহা, রেহানা জলি। ২২ মার্চ মুক্তি পায় ‘কারণ তোমায় ভালোবাসি’। গোলাম মোস্তফা শিমুল পরিচালিত ছবিতে অভিনয় করেন সাব্বির আহমেদ, বিথী রানী সরকার, নাজিফা চৌধুরী। এ মাসের সবশেষ ছবি হিসেবে মুক্তি পায় ‘লাইভ ফ্রম ঢাকা’। আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ছবিটিতে অভিনয় করেন মোস্তফা মনোয়ার, তাসনোভা তামান্নাসহ অনেকে। 

এপ্রিলে দেশের প্রেক্ষাগৃহে আবারো সিনেমার খরা। এ মাসে মুক্তি পায় মাত্র দুটি সিনেমা। মোহাম্মদ আসলাম পরিচালিত ‘প্রতিশোধের আগুন’। ছবিটিতে অভিনয় করেন জায়েদ খান, মৌ খান, শাহরিয়াজ, নাজসহ অনেকে। আরো মুক্তি পায় নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু পরিচালিত ছবি ‘আলফা’। ছবিটিতে এটিএম শামসুজ্জামান, আলমগীর কবির, দোয়েল ম্যাশ অভিনয় করেন। এটি বিদেশি চলচ্চিত্র বিভাগে অস্কারের জন্যও মনোনীত হয়েছিল।

 

আলফা সিনেমার একটি দৃশ্য

আলফা সিনেমার একটি দৃশ্য

এপ্রিলে খরা শুরু হলেও হাহাকার লেগে যায় মে মাসে। এ মাসে একটি সিনেমাও মুক্তি পায়নি। তবে এর পরের মাসে অতি বন্যার মতোই অবস্থা ছিল। জুনে মুক্তি পায় মোট ৬টি চলচ্চিত্র। এগুলো হলো আবার বসন্ত, আলোয় ভুবন ভরা, দি ডিরেক্টর, নোলক, পাসওয়ার্ড, ভালোবাসার উত্তাপ। এর মধ্যে অনন্য মামুন পরিচালিত ‘আবার বসন্ত’ ছবিতে অভিনয় করেন তারিক আনাম খান ও অর্চিতা স্পর্শিয়া। সাকিব সনেট পরিচালিত ‘নোলক’ ছবিতে অভিনয় করেন শাকিব খান, ইয়ামীন হক ববি, তারিক আনাম খান ও রজতাভ দত্ত।

আবার বসন্ত সিনেমার দৃশ্য

আবার বসন্ত সিনেমার দৃশ্য

জনপ্রিয় নির্মাতা মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’ ছবিতে অভিনয় করেন শাকিব খান, শবনম বুবলি, মামনুন হাসান ইমন ও মিশা সওদাগর। আমীরুল ইসলাম পরিচালিত ‘আলোয় ভুবন ভরা’ ছবিতে অভিনয় করেন সাইফ খান, মিষ্টি মারিয়া, অরুণা বিশ্বাস ও শহীদুল আলম সাচ্চু। কামরুজ্জামান কামু পরিচালিত ‘দি ডিরেক্টর’ ছবিতে নির্মাতাসহ অভিনয় করেন মোশাররফ করিম, সাদিকা পারভিন পপি ও মারজুক রাসেল এবং শহীদুল আলম সাচ্চু পরিচালিত ‘ভালোবাসার উত্তাপ’ ছবিটিতে অভিনয় করেন ইমন, মিষ্টি মারিয়া, অরুণা বিশ্বাস, আবদুল্লাহ রানাসহ অনেকে। 

জুলাইয়ে মুক্তি পায় মাত্র তিনটি সিনেমা। এর মধ্যে সাইফ চন্দন পরিচালিত ‘আব্বাস’ ছবিতে অভিনয় করেন নিরব, সোহানা সাবা, সূচনা আজাদ, জয় রাজ, শিমুল খান, আলেকজান্ডার বো, শিবা শানু, ডন, ইলোরা গওহর, আইরিন সুলতানা। এ সিনেমার মাধ্যমে নিরবকে ভিন্নরূপে দেখেছেন দর্শকরা। এ মাসেই মুক্তি পায় তাপস কুমার দত্ত পরিচালিত ছবি ‘অনুপ্রবেশ’। এতে অভিনয় করেন আনোয়ার সায়েম, সানজিদা ইসলাম, পীযুষ বন্দ্যোপাধ্যায়। আরো মুক্তি পায় কবি নির্মলেন্দু গুণের উপন্যাস অবলম্বনে নির্মিত ছবি ‘কালো মেঘের ভেলা’। মৃত্তিকা গুণ পরিচালিত এ ছবিতে অভিনয় করেন আপন, রুনা খান, সুমন বিশ্বাস। এর বাইরে তিনটি কলকাতার আমদানিকৃত ছবি মুক্তি পায়। ছবি তিনটি হচ্ছে- ‘কিডন্যাপ’, ‘শেষ থেকে শুরু’ ও ‘বিবাহ অভিযান’। 

 

ভালোবাসার রাজকন্যা সিনেমার দৃশ্য

ভালোবাসার রাজকন্যা সিনেমার দৃশ্য

আগস্ট মাসে মুক্তি পায় চারটি ছবি। এর মধ্যে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘আকাশ মহল’ ছবিতে অভিনয় করেন ইমন, আইরিন, ড্যানি সিডাক। রাজু আলীম পরিচালিত ‘ভালোবাসার রাজকন্যা’ ছবিতে অভিনয় করেন মৌসুমী হামিদ, শিপন মিত্র, আবিদ রেহান। বশির আহমেদ পরিচালিত ‘ভালোবাসার জ্বালা’ ছবিতে অভিনয় করেন শাকিল খান, অর্পা, শবনম পারভীন, আফজাল শরীফ। এ মাসেই মুক্তি পায় শাকিব খান অভিনীত ছবি ‘মনের মতো মানুষ পাইলাম না’। জাকির হোসেন রাজু পরিচালিত এ ছবিটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন শবনম বুবলি। আরো অভিনয় করেন মিশা সওদাগর, কাজী হায়াৎ, সাবেরি আলম, তারিক আনাম খান ও ডনসহ আরো অনেকে।

সেপ্টেম্বর মাসে মুক্তি পায় চার ছবি। এর মধ্যে মাহমুদ হাসান শিকদার পরিচালিত ‘অবতার’ ছবিতে অভিনয় করেন মাহিয়া মাহি। তার বিপরীতে ছিলনে নবাগত রুশো। এছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আমিন খান। মুক্তি জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও ইয়াশ রোহান জুটির প্রথম সিনেমা ‘মায়াবতী’। নারী পাচার ও একটি মেয়ের সংগ্রামী জীবনের গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক অরুণ চৌধুরী। একই মাসে মুক্তির মিছিলে যোগ হয় কমল সরকার পরিচালিত ‘পাগলামী’ ছবিটি। এতে অভিনয় করেন বাপ্পি চৌধুরী ও শ্রাবনী রায়। এ ছাড়াও মুক্তি পায় দর্শকপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও জনপ্রিয় নায়ক আরিফিন শুভর ছবি ‘সাপলুডু’। গোলাম সোহরাব দোদুল পরিচালিত বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, তারিক আনাম খান, জাহিদ হাসান, শতাব্দী ওয়াদুদ, রুনা খানসহ অনেকে। এর বাইরেও একই মাসে মুক্তি পায় কলকাতার  আমদানি ছবি ‘প্যানথার’। 

মায়াবতী সিনেমার দৃশ্যে তিশা ও ইয়াশ

মায়াবতী সিনেমার দৃশ্যে তিশা ও ইয়াশ

অক্টোবরে মুক্তি পায় ‘ডনগিরি’ সিনেমা। আর কোনো ছবি মুক্তি পায়নি এ মাসে। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে ছবিটি নির্মাণ করেন শাহ আলম মণ্ডল। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী, আনিসুর রহমান মিলন ও নবাগত নায়িকা এমিয়া এমি। এ সিনেমায় আরো অভিনয় করেন হাসান ইমাম, লায়লা হাসান, সাদেক বাচ্চু, অরুণা বিশ্বাস, কাজী হায়াৎসহ অনেকে। এর বাইরে ‘বচ্চন’ নামের কলকাতার একটি আমদানি ছবি মুক্তি পায়।

নভেম্বর মাসে মুক্তি পায় ৫টি দেশি ছবি ও তিনটি আমদানি ছবি। দেশি পাঁচটি ছবি হচ্ছে- হারুন-উজ-জামান পরিচালিত ‘পদ্মার প্রেম’। এতে অভিনয় করেন    আইরিন সুলতানা, সুমিত, সাদেক বাচ্চু, জয়ন্ত চট্টোপাধ্যায়। মোহাম্মদ আসলাম পরিচালিত ‘বেগম জান’। এতে অভিনয় করেন ইমন ও শিরিন শিলা। মুক্তি পায় ১১টি স্বল্পদৈর্ঘ্য সম্বলিত দেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র ‘ইতি তোমারই ঢাকা’। এটি নির্মাণ করেন ১১জন নির্মাতা। তারা হলেন- আবদুল্লাহা আল নূর, গোলাম কিবরিয়া ফারুকী, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, মাহমুদুল ইসলাম, রবিউল আলম, মীর মোকাররম হোসেন, নুহাশ হুমায়ুন, রাহাত রহমান, সৈয়দ আহমেদ শাওকী, সৈয়দ সালেহ আহমেদ সোবহান, ও তানভীর আহসান। ছবিটিতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, শতাব্দী ওয়াদুদ, ইন্তেখাব দিনার, ইরেশ যাকের, অর্চিতা স্পর্শিয়া, মনোজ কুমার প্রামাণিক, মোস্তফা মনোয়ার, অ্যালেন শুভ্র, শাহতাজ মনিরা হাশেম, রওনক হাসানসহ অনেকে।

নভেম্বর মাসে মুক্তি পেয়েছে সাফিং নিয়ে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘ন ডরাই’। তানিম রহমান অংশু পরিচালিত ছবিটিতে অভিনয় করতকে দেখা গেছে শরিফুল রাজ, সুনেরাহ্ বিনতে কামাল, সাঈদ বাবুসহ অনেকেই। এখনো বেশ কিছু হলে ছবিটি প্রদর্শিত হচ্ছে। এর বাইরে ‘কণ্ঠ’, ‘জানবাজ’ ও ‘পাসওয়ার্ড’ এই তিনটি কলকাতার ছবি মুক্তি পায়। 

 

ক্যালেন্ডারের চক্রকারে বছরের শেষ মাস ডিসেম্বর মাস। এ মাসে এখন অবধি চারটি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে রয়েছে উত্তম আকাশ পরিচালিত ‘প্রেম চোর’। এতে অভিনয় করেছেন নবাগত শান্ত খান ও নেহা আমানদীপ। নির্মাতা মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ‘গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ’ ছবিতে অভিনয় করেছেন কাজী মারুফ, অরিন, রুবেল, অমিত হাসান। মুক্তি পেয়েছে ডায়েল রহমান পরিচালিত ‘ফরায়েজী আন্দোলন ১৮৪২’। ফরায়েজী আন্দোলনের নেতা দুদু মিয়ার জীবনী অবলম্বনে বানানো হয়েছে ছবিটি। এর প্রধান চরিত্রে অভিনয় করছেন আমিন খান ও নওশীন নেহরিন মৌ। এ মাসে সবশেষ মুক্তি পেয়েছে জনপ্রিয় গায়ক আসিফ আকবর অভিনীত ছবি ‘গহীনের গান’। এটি নির্মাণ করেছেন কথা সাহিত্যিক সাদাত হোসাইন। আসিফের গাওয়া ৯টি গানের ওপর ছবিটি তৈরি হয়েছে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তমা মির্জা, আমান রেজা, তানজিকা আমিন ও হাসান ইমাম।

ফরায়েজী আন্দোলন ১৮৪২ সিনেমার দৃশ্য

ফরায়েজী আন্দোলন ১৮৪২ সিনেমার দৃশ্য

এদিকে আগামী ২৭ তারিখ মুক্তি পেতে যাচ্ছে ‘মায়া: দ্য লস্ট মাদার’। মাসুদ পথিক পরিচালিত সরকারি অনুদানপ্রাপ্ত এই ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘নারী’ এবং কবি কামাল চৌধুরীর ‘যুদ্ধশিশু’ কবিতা অবলম্বনে নির্মিত হয়েছে ‘মায়া, দ্য লস্ট মাদার’ ছবিটি।

একই দিনে মুক্তি পেতে পারে অর্চিতা স্পর্শিয়া অভিনীত ছবি ‘কাঠবিড়ালী’। তাসনিমুল তাজের চিত্রনাট্যে এবং নিয়ামুল মুক্তার রচনা ও পরিচালিত এ ছবিতে স্পর্শিয়ার বিপরীতে অভিনয় করেছেন আসাদুজ্জামান আবীর ও সাইদ জামান শাওন। এতে আরো অভিনয় করেছেন শাহরিয়ার ফেরদৌস সজিব, শিল্পী সরকার অপু, হিন্দোল রায়, এ কে আজাদ সেতু, তানজিনা রহমানসহ অনেকে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –