• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

২৫-২৭ ডিসেম্বর সারাদেশে বৃষ্টিপাতের আশঙ্কা

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৯  

চলতি ডিসেম্বর মাসেই বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে সারাদেশে শৈত্যপ্রবাহের তীব্রতা কিছুটা কমলেও এখনো হাঁড়কাপানো শীতে বিপর্যস্ত জনজীবন।

সোমবার আবহাওয়া অধিদফতরের ডেপুটি ডিরেক্টর কাউসার পারভীন বলেন, সারাদেশে ২৫ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

এর মধ্যে বিশেষ করে ঢাকা, কুমিল্লা, রাজশাহী, খুলনা ও বরিশাল অঞ্চলে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া জানুয়ারিতে আরেকটি শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

এদিকে সারাদেশে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহে তীব্র ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। কনকনে ঠাণ্ডা উপেক্ষা করেই যেতে হচ্ছে কাজে। ফসলের ক্ষতি নিয়েও আছে দুশ্চিন্তা। হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –