• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

৫ আগস্ট পর্যন্ত সুপ্রিম কোর্ট চলবে সীমিত পরিসরে

প্রকাশিত: ২৪ জুলাই ২০২১  

চলমান করোনা পরিস্থিতিতে সরকারঘোষিত কঠোর বিধি-নিষেধের সময় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম আগামী ৫ আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে পরিচালিত হবে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে গতকাল শুক্রবার (২৩ জুলাই) অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী কঠোর বিধি-নিষেধ চলাকালে অর্থাৎ ৫ আগস্ট পর্যন্ত হাইকোর্ট বিভাগে রিট ও দেওয়ানি, ফৌজদারি এবং কোম্পানি ও অ্যাডমিরালটি সংক্রান্তে একটি করে মোট তিনটি বেঞ্চে হাইকোর্ট বিভাগের তিনজন বিচারপতি তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে অতি জরুরি বিষয়ে শুনানি করবেন এবং অন্তর্বর্তীকালীন আদেশ দেবেন।

আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সুপ্রিম কোর্টের সকল কর্মকর্তা এবং কর্মচারীদের টিকাগ্রহণ সম্পন্ন করার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –