• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

৯ জানুয়ারি জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন শুরু

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৯  

একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন আগামী ৯ জানুয়ারি শুরু হচ্ছে। ওইদিন বিকেল ৪টায় এ অধিবেশন অনুষ্ঠিত হবে। এটি হবে নতুন বছরের প্রথম সংসদ অধিবেশন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মঙ্গলবার এ অধিবেশন আহ্বান করেছেন। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জনানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০২০ সালের ৯ জানুয়ারি রোজ বৃহস্পতিবার বিকেল ৪টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন আহ্বান করেছেন। তিনি সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –