• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

৪০ হাজার পরিবারকে ১৫ দিনের খাবার দিবেন শিবলী সাদিক

প্রকাশিত: ৩১ মার্চ ২০২০  

নভেল করোনা ভাইরাস মোকাবেলায় দিনাজপুর ৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক তার সংসদীয় এলাকা ঘোড়াঘাট, নববগঞ্জ, হাকিমপুর ও বিরামপুরের গরিব অসহায় ও ঘরে ফেরা পরিবারের জন্য নিজ তহবিল থেকে ৪০ হাজার পরিবারকে ১৫দিনের খাবার ঘরে পৌছে দেওয়ার লক্ষে তালিকা প্রস্তুত করছে বলে সংশ্লিষ্ট নির্ভর যোগ্য সুত্রে জানা গেছে।

 ইতমধ্যে চাল, ডাল, আটা, লবন, তৈল ও আলুর প্যাকেটিং তৈরি কার্য্যকর্ম শুরু হয়েছে। এমপি শিবলী সাদিক দিনাজপুর ৬ আসনের ৪ উপজেলার এলাকার পরিদর্শন করে পর্যবেক্ষণ করেছেন।

তিনি নেতা কর্মীদেরকে দিন মজুর ভ্যান চালুক অসহায় ও গরিব মানুষের তালিকা করার জন্য নির্দেশ দিয়েছেন। তালিকা প্রস্তুত করতে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে ছাত্রলীগ, যুবলীগ ও সেচ্ছা সেবকলীগের নেতা কর্মীরা তালিকা শুরু করেছে।

ওই তালিকা এমপি শিবলী সাদিক নিজেই গ্রহন করবেন। যাদের আয় উপার্জন বন্ধ হয়ে গেছে, ঘরে খাবার নাই, তাদের তালিকা করার জন্য নির্দেশ দিয়েছেন। প্যাকেটিং করা শুরু হয়েছে। দুই এক দিনের মধ্যেই বিতরণ করবেন। তিনি নিজে খাবার পৌছে দিবেন।

তিনি তার নিজস্ব মোবাইল নম্বরে তালিকা গ্রহন করছেন। তিনি বলেছেন আমার সংসদীয় ৪ উপজেলায় গরিব অসহায় পরিবার তালিকা থেকে বাদ পরে না যায়।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –