• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

আম পাড়তে গিয়ে প্রাণ হারালেন নুরুজ্জামান

প্রকাশিত: ১১ জুন ২০২২  

দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় আম গাছ থেকে পড়ে গিয়ে নুরুজ্জামান (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার ১ নম্বর নশরতপুর ইউনিয়নের ভাটিয়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুজ্জামান একই ইউনিয়নের এলাহী পাড়া এলাকার মৃত হাসান আলীর ছেলে এবং পেশায় একজন ভ্যানচালক।

পুলিশ ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, ভাটিয়া পাড়া জামে মসজিদ কমিটির তিনি একজন সদস্য।

দুপুরে তিনি নামাজ আদায়ের পূর্বে আম পাড়ার উদ্দেশ্যে মসজিদ-সংলগ্ন একটি আমগাছে ওঠেন। একপর্যায়ে তিনি আমের একটি শুখনো ডাল ভেঙে মসজিদের ওযুখানায় পড়ে যান। ওযুখানার বসার বেদির সঙ্গে মাথা লেগে তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় রানীবন্দর বাজারে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দিনাজপুর শহরের চিকিৎসার জন্য প্রেরণ করেন। পথে ১০ মাইল এলাকায় তিনি মৃত্যুবরণ করেন।

বিষয়টি নিশ্চিত করে চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ বলেন, মরদেহ বর্তমানে এম. আব্দুর রহিম মেডিক্যাল হাসপাতালের মর্গে রয়েছে। থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –