• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

নীলফামারীতে সরকারিভাবে হেলিকপ্টার সেবা চালুর উদ্যোগ

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২১  

নীলফামারীতে দুর্যোগ ও চিকিৎসাসহ যে কোনো জরুরি প্রয়োজনে সরকারিভাবে বিমানবাহিনীর হেলিকপ্টার সেবা চালুর উদ্যোগ নেয়া হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারী) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নীলফামারীতে হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়নের সম্ভাব্যতা যাচাই শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, বিমান বাহিনীর ১০১ স্পেশাল ফ্লাইং ইউনিটের কমান্ড্যান্ট এয়ার কমোডর এম মাহমুদুর হাসান, ৩১ নং স্কোয়াড্রন লিডার আব্দুল মুহিত চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আজাহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।


জেলা সদরের উপজেলা পরিষদের মাঠে যে কোন সময় হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়নের সম্ভাব্যতা যাচাইসহ বিভিন্ন কারিগরি বিষয় উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে বিভিন্ন জেলায় সহজে হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন সম্ভাব্যতা যাচাই করার লক্ষে এই মতবিনিময় সভা ও হেলিকপ্টার অবতরণ বলে জানানো হয়।জরুরি চিকিৎসা সেবাসহ জেলার যে কোনো দূর্যোগ বা জরুরি প্রয়োজনে সংশ্লিষ্টদের দপ্তরের অনুমতি সাপেক্ষে সরকারিভাবে হেলিকপ্টার সেবা পাওয়া যাবে বলেও সভায় জানানো হয়।

সংশ্লিষ্টরা জানান, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য একাধিক প্রকল্প হাতে নেয়া হয়েছে। সেসব বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করে যাচ্ছে নিরলসভাবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –