• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

‘মাদক নির্মূলে ছেলে-মেয়েদের খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে’

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২২  

‘মাদক নির্মূলে ছেলে-মেয়েদের খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে’                
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মেজবাহ উদ্দিন বলেছেন, সমাজ থেকে মাদক, ইভটিজিং, জঙ্গিবাদ, সন্ত্রাস নির্মূল করতে হলে ছেলে-মেয়েদের বেশি বেশি খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলার প্রতি বিশেষ নজর দিয়েছেন। তিনি নিজে খেলার মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দিয়ে থাকেন।

শনিবার বেলা ১১টায় প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ভোলা অফিসার্স ক্লাবের টেনিস কমপ্লেক্স এবং খেলার মাঠ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেজবাহ উদ্দিন আরও বলেন, পুলিশ, প্রশাসন ও বিচার বিভাগ একা মাদক নির্মূল করতে পারবে না। মাদক, ইভটিজিং, জঙ্গিবাদ, সন্ত্রাস নির্মূল করতে জনগণকে সচেতন করতে হবে। ছেলে-মেয়েদের খেলাধুলায় বেশি সম্পৃক্ত করতে হবে। তাহলেই মাদকসহ সকল অসামাজিক কার্যকলাপ বন্ধ করা সহজ হবে।

ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম প্রমুখ।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –