• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

অবৈধভাবে পুকুর খনন, লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ২ জুন ২০২৩  

লালমনিরহাটে অবৈধভাবে পুকুর খনন ও পাকা সড়ক দিয়ে মাটি বহন করার অপরাধে রফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়ের কাশিনাথঝাড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল রানা এ কারাদণ্ড দেন। এ সময় পুকুরের মালিক আব্দুল জলিলসহ আরো চারজনের নামে একটি নিয়মিত মামলা হয়।

দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম ঐ ইউনিয়নে বালাপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল রানা বলেন, রফিকুল ইসলাম তার মাটি কাটার খননযন্ত্র (ভেকু) দিয়ে অবৈধভাবে পুকুর খনন করছিলেন। সেখানকার মাটি ট্রাক্টরের মাধ্যমে বিভিন্ন জায়গায় বহন করে নিয়ে যাচ্ছিলেন। এতে পুকুরের পাশে বসবাসকারী পরিবারগুলো বৃষ্টি এলে ভাঙনের কবলে পড়বে।

এছাড়া ট্রাকে করে মাটি বহন করায় সরকারি পাকা সড়কটি নষ্ট হয়ে যাচ্ছে। এ ব্যাপারে ঐ এলাকার লোকজন অভিযোগ করায় সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রমে কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি মাটি খননের মেশিন (ভেকু) ও ট্রাক্টর জব্দ করা হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –