• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

‘করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুল খোলা হবে না’

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২০  

করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুল খোলা হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের শিক্ষার্থীদের স্কুলে আনতে পারি না।

অপদিকে একই তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল- হোসেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুল খোলা হবে না।

তাহলে শিক্ষার্থীদের মূল্যায়নের ব্যাপারে কি হবে, জানতে চাইলে সচিব বলেন, আমরা দুইটা পরিকল্পনা হাতে নিয়েছি৷ একটি হচ্ছে অক্টোবর খোলা হলে আরেকটি হচ্ছে নভেম্বর খোলা হলে। আর এ বছর স্কুল খোলা না হলে পরীক্ষাও হবে না। 

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্কুল খোলা না গেলে আমরা শিক্ষার্থীদের কীভাবে মূল্যায়ন করবো?

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –