• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

দিনাজপুরের হিলিতে সরকারিভাবে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন

প্রকাশিত: ৬ জুন ২০২০  

'শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে হিলিতে উপজেলার অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ ২০২০ কার্যক্রম এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

 শনিবার দুপুরে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা খাদ্য গুদামে চত্বরে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম, মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা খাদ্য কর্মকর্তা মোস্তাফিজার রহমান এ সময় উপস্থিত ছিলেন। উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা খলিলুর রহমান জানান, ২০২০ সালের বোরো মৌসুমে উপজেলার ১৩৭৩ জন কৃষকের কাছ থেকে ১৩০০ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –