• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

পার্বতীপুরে নিখোঁজের ৮ দিন পর ভ্যানচালকের লাশ উদ্ধার

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২০  

দিনাজপুরের পার্বতীপুরে আট দিন নিখোঁজ থাকার পর ভ্যানচালক আজিজুল হক রাব্বির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বেলা দেড়টায় উপজেলার ৫নম্বর চন্ডিপুর ইউনিয়নের চৈতাপাড়া গ্রামের একটি ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের দুই ভাই মরদেহটি সনাক্ত করে।

এক সন্তানের বাবা আজিজুল হক রাব্বির বাড়ি উপজেলার ২নম্বর মন্মথপুর ইউনিয়নের পশ্চিম রাজাবাসর (বানিয়াপাড়া) গ্রামে। সে একই এলাকার আতাবুর সরকারের ছেলে।

জানা যায়, গত ২৭ সেপ্টম্বর বিকেল ৪টায় বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয় আজিজুল হক রাব্বি। রাতে বাড়িতে ফিরে না আসায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। ঘটনার ৪দিন পরে আজিজুল হক রাব্বির ভ্যানটি ৫নম্বর চন্ডিপুর ইউনিয়নের বাজারপাড়া এলাকায় পাওয়া যায়। সেদিন এক যুবক ওই ভ্যান নিয়ে যাচ্ছিল। ভ্যানটি কাঁদার মধ্যে আটকে পড়লে ওই যুবক ভ্যানটি রেখে পালিয়ে যায়।

পুলিশ জানায়, তার মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –