• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২০  

দিনাজপুরের নবাবগঞ্জে কয়লাবাহী ট্রাক ও ধান মাড়াই মেশিনের সংর্ঘষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ধান মাড়াই মেশিনের মালিক আব্দুল মমিন (৪৫) নামের এক যুবক মারা গেছেন এবং লালন মিয়া (৩০) নামের আরেকজন গুরুতর আহত হয়েছেন। নিহত এবং আহত দুজন আপন মামা-ভাগ্নে বলে জানা গেছে।

আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার দিনাজপুর-ঢাকা মহাসড়কের চড়ার হাট সাদিয়া ফিলি স্টেশন তেলের পাম্পের সামনে এই ঘটনা ঘটে। নিহত মামা আব্দুল মমিন (৪৫) সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার বাস্ততুল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। আহত ভাগিনা লালন মিয়া ওই এলাকার গুলটা গ্রামের শাহার উদ্দীন আলীর ছেলে। নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে নবাবগঞ্জ থানা পুলিশ জানায়, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে কয়লাবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৩-১৮৫৯) বিরামপুরের দিকে যাচ্ছিল। এসময় একই দিক থেকে আসা একটি ধান মাড়াই করা মেশিনের সাথে ট্রাকের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ধান মাড়াই করা মেশিনে থাকা মামা মমিনুল ইসলাম নিহত হন এবং ভাগ্নে লালন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত লালনকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার চৌহান বলেন, গত কয়েক দিন থেকে উত্তরাঞ্চলে ঘন কুয়াশার কারণে পথ চলতে অনেকটা কষ্ট হচ্ছে। কুয়াশার কারণে এমনটা ঘটতে পারে। নিহতের লাশ থানায় আনা হয়েছে। ট্রাকটিও পুলিশের হেফাজতে রয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –