• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

চিরিরবন্দরে টিকা প্রদান শুরু, প্রথমে নিলেন ইউএনও

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২১  

চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে করোনা টিকার ডোজ প্রদান কার্যক্রম শুরু হয়েছে। রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণা করেন জনাব আবুল হাসান মাহামুদ আলী এমপি।

উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকা প্রথম টিকা গ্রহণ করেন। এরপরই টিকা গ্রহণ করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ আজমল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিরিরবন্দর অফিসার ইনচার্জ ওসি সুব্রত কুমার সরাকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আয়ুবুর রহমান শাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মঞ্জরুল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, প্রথম ধাপে উপজেলায় ৪ হাজার ডোজ প্রদান করা হবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –