• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২১  

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের কারণে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ রয়েছে। সোমবার (২৬ এপ্রিল) বন্ধ রয়েছে বাণিজ্য কার্যক্রম।

তবে বন্দর অভ্যন্তরের পানামা পোর্টে লোড-আনলোডের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। হিলি স্থলবন্দর আমদানি-রফতানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন মাস্টার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন সোমবার। এ কারণে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য বানিজ্য বন্ধ থাকবে। তবে পানামা পোর্ট থেকে দেশের বিভিন্ন অঞ্চলে পণ্য পাঠানোর কাজ স্বাভাবিক রয়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) থেকে যথানিয়মে আবারও আমদানি-রফতানি কার্যক্রম চালু হবে বলে জানান তিনি।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –