• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

কেন্দ্রে ভোটের অপেক্ষায় মা-বাবা, মাঠে খেলায় মত্ত শিশুরা

প্রকাশিত: ২ নভেম্বর ২০২১  

দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভায় ইভিএমের (ইলেকট্রিক ভোটিং মেশিন) মাধ্যমে ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে পৌরসভার বিভিন্ন কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিচ্ছেন।

পৌরসভার জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, সারিবদ্ধ নারী-পুরুষ কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে ভোট দেওয়ার অপেক্ষায়। মাঠের পাশে রাখা শিশুদের খেলনায় বেশ কয়েকজন আপন মনে খেলছে।

সেখানে কথা হয় পঞ্চাশোর্ধ্ব এক নারীর সঙ্গে। তিনি জানান, ছেলের বউসহ ভোট কেন্দ্রে এসেছেন। নিজের ভোট শেষে নাতিকে নিয়ে দোলনায় মাতিয়ে রাখছেন। আর কেন্দ্রের ভেতরে প্রবেশ করেছে বৌমা।

ভোট দিতে এসেছেন শহিদুল ইসলাম নামের এক ব্যক্তি। তিনি বলেন, আমরা সপরিবারে এ কেন্দ্রে ভোট দিতে এসেছি। ইভিএমের মাধ্যমে আমি ভোট দিয়েছি। আমার স্ত্রী লাইনে অপেক্ষায়। দুই মেয়েকে সঙ্গে নিয়ে বিনোদন দিচ্ছি।

ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শরীফ আহম্মেদ জানান, এ কেন্দ্রে দুই হাজার ৮৭৮ ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ এক হাজার ৪১৪ ও নারী ১ হাজার ৪৬৪।

এবার পৌরসভা নির্বাচনে পাঁচ মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কাউন্সিলর পদে ৩৩ জন ও সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর পদে ১০ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –