• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

রোকেয়া দিবসে দিনাজপুরে ৫ জন জয়িতাকে সম্মাননা   

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২১  

দিনাজপুরে ৫ জন জয়িতাকে সম্মাননা প্রদান করেছে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্যবিধি মেনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের সভাকক্ষে এ ৫জন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়।

জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। বক্তব্য শেষে দিনাজপুর জেলায় বিভিন্নভাবে সাফল্য অর্জনকারী ৫ জন জয়িতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি। 

জেলা পর্যায়ের জয়িতারা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনে চিরিরবন্দর উপজেলার পশ্চিম সাইতাড়ার সোনা রাণী রায়, শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য অর্জনে চিরিরবন্দর উপজেলার বালাপাড়ার সাবিনা ইয়াসমিন, সফল জননী নারী দিনাজপুর সদর উপজেলার বড়বন্দরের ছায়া বিশ্বাস, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যেমে জীবন শুরু করায় দিনাজপুর সদর উপজেলার করিমুল্লাপুরের শিউলি আক্তার ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় কাহারোল উপজেলার কুশট্টী বলেয়াহাটের মোছা. মৌসুমী আক্তার।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জয়নুল আবেদীন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মোর্শেদ আলী খান প্রমুখ। এছাড়াও ডে কেয়ার কর্মকর্তা রেজভীন শারমিনাজ ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী জয়িতাবৃন্দ।

এদিকে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে সদরসহ বিভিন্ন উপজেলায় বিভিন্ন সংগঠন নানা আয়োজনে পালন করে দিবসটি। আয়োজনের মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা ও কয়েক ক্যাটাগরীতে জয়ীতা সম্মাননা প্রদান। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –