• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

দিনাজপুরে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

প্রকাশিত: ১৬ জুন ২০২২  

দিনাজপুরের নবাবগঞ্জে সাপের কামড়ে বৈশাখী বাড়া (১৫) নামের দশম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ জুন) গভীর রাতে উপজেলা ভাদুরিয়া ইউনিয়নের শাল্টিমুরাদপুর রমনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার কার্তিক কুজুরের মেয়ে। শাল্টিমুরাদপুর খিদিরপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, রাত সাড়ে ৯টার দিকে খাওয়া শেষে ঘরের একটি কক্ষে ঘুমাতে যায় বৈশাখী। রাত ৩টার দিকে তার পায়ে কোনো কিছু কামড় দিয়ে পালিয়ে যায়। এসময় ব্যথায় চিৎকার করে মাকে ডেকে বিষয়টি অবগত করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –