• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

বিরামপুরে আবাসিক হোটেলে অনৈতিক কাজ, তিনজনের কারাদণ্ড

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২২  

বিরামপুরে আবাসিক হোটেলে অনৈতিক কাজ, তিনজনের কারাদণ্ড             
দিনাজপুরের বিরামপুরে আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপের অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত।

গত মঙ্গলবার রাত ৮টার দিকে বিরামপুর পৌর শহরের স্টেশন রোডে লিমা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার।

দণ্ডিতরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ২০ বছর বয়সী আফরুজা খাতুন অন্তরা, বিরামপুর পৌর শহরের ২০ বছরের রাশেদুল ইসলাম ও ১৯ বছরের সজীব বাবু।

ইউএনও পরিমল কুমার সরকার বলেন, মঙ্গলবার রাত ৮টার দিকে বিরামপুর পৌর শহরের স্টেশন রোডে লিমা আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এ সময় অনৈতিক কার্যকলাপের অপরাধে অন্তরাকে দুই মাস এবং মিন্টু ও বাবুকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত বলেন, দণ্ডিতদের বুধবার সকালে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –