• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

বীরগঞ্জে কাব হলিডে ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২  

করোনার প্রাদুর্ভাব কাটিয়ে কয়েকবছর পর দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্কাউটসের আয়োজনে দিনব্যাপী সপ্তম উপজেলা কাব হলিডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বীরগঞ্জের ২৩১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১২০০ কাব শিশু অংশগ্রহণ করে এই ক্যাম্পে।

আনন্দ ঘন পরিবেশে বৈচিত্র্যময় কার্যক্রমের মাধ্যমে শিশুদের দক্ষতার মান যাচাইসহ নানা আয়োজনের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষক ও কাব শিশুরা এই দিনটি অতিবাহিত করে। দিনব্যাপী এই ক্যাম্পটি সুন্দরভাবে সম্পন্ন করতে বীরগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপে রোভার ও গার্ল-ইন-রোভার সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে।

পরে ক্যাম্পে অংশগ্রহণকারী কাব, ইউনিট লিডার, কর্মকর্তা, স্বেচ্ছাসেবকদের মাঝে সনদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপনী হয়। শনিবার দিনাব্যাপী বীরগঞ্জ উপজেলার নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানা।

বীরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্কাউট দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক উপ-সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা স্কাউটের সম্পাদক মাধব চন্দ্র রায়, সাবেক সম্পাদক গোবিন্দ চন্দ্র রায়, কমিশনার আহসান হাবিব (লাবু), কাব লিডার ইসমত আরা ও স্কাউট লিডার লায়লা আফরিন জাহান প্রমুখ।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –