• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

হিলিতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রি উদ্বোধন

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২২  

দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলায় ১০ হাজার পাঁচশ ৩১ জন স্বল্প আয়ের মানুষের মাঝে ষষ্ঠ বারের মতো স্বল্পমূল্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে  টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। স্বল্পমূল্য এসব টিসিবি পণ্য পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ। তবে পণ্যের পরিধি বাড়ানোর দাবি তুলেছেন সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় হাকিমপুর পৌরসভার ১, ২ ও ৬নং ওয়ার্ডের জন্য হিলি স্থলবন্দরের মাইক্রোবাস স্ট্যান্ডে টিসিবি পণ্য বিক্রি উদ্বোধন করা হয়।

টিসিবির পণ্য নিতে আসা অনেকে বলেন, বর্তমান বাজারে সব পণ্যের দাম বেশি। তাই কম দামে এসব পণ্য কিনতে পেরে আমরা খুব খুশি। সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। প্রতি মাসে এসব পণ্য দেওয়া হলে আমাদের মতো সাধারণ মানুষের উপকার হতো।  

এ সময় উপস্থিত ছিলেন টিসিবি পণ্য বিক্রির ট্যাগ অফিসার ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী ও টিসিবি পণ্য বিক্রির ডিলার আলম হোসেন।

উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভায় স্বল্প আয়ের মানুষের (ফ্যামিলি কার্ডধারী) মাঝে ষষ্ঠ বারের মতো এক কেজি চিনি, দুই কেজি মসুর ডাল, দুই লিটার সয়াবিন তেলসহ একটি প্যাকেজ ৪২০ টাকায় বিক্রি করা হচ্ছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –