• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

পৌষের শুরুতে হিলিতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২২  

পৌষের শুরুতেই দিনাজপুরের হিলিতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। হঠাৎ করে এমন বৃষ্টিতে দুশ্চিন্তায় দেখা দিয়েছে কৃষকে মনে। সোমবার (২৬ ডিসেম্বর) সকাল থেকেই পুরো আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে,দেখা মিলেনি সূর্যের। সেই সঙ্গে সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এদিকে অসময় বৃষ্টির কারণে দুশ্চিন্তায় পড়েছেন এ অঞ্চলের আলু, গম, সরিষা চাষীরা।

দিনাজপুর আবহাওয়ার অফিসের তথ্য মতে, আজ সকাল ৬টায় দিনাজপুরে ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেকর্ড করা হয়েছে। বাতাসের আদ্রতা ৯৫ ভাগ। চলতি সপ্তাহে জেলায় স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এই মাসে জেলার ওপর দিয়ে দুটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, চলতি বছরে গতকাল রোববার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ সোমবার ১৫ ডিগ্রি সেলসিয়াস রের্কড করা হয়েছে গতকালের থেকে তাপমাত্র কিছুটা বেড়েছে। সকাল ৭টার দিকে হিলিতে কিছু সময় ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –