• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

দীর্ঘদিন পর হিলি স্থলবন্দরে কয়লা আমদানি

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২২  

দীর্ঘদিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারো কয়লা আমদানি শুরু হয়েছে। প্রথম দিনেই ৫ ট্রাকে ১২৯ মেট্রিক টন ৯২০ কেজি কয়লা আমদানি করা হয়।

ফুলবাড়ী গুপ্তা এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের ঝাড়খণ্ড থেকে এসব কয়লা আমদানি করছে।

গুপ্তা এন্টারপ্রাইজের প্রতিনিধি শফিকুল ইসলাম বলেন, বাংলাদেশে কয়লার চাহিদা থাকায় ভারতের ঝাড়খণ্ড থেকে কয়লাগুলো আমদানি করা হচ্ছে।

তিনি বলেন, প্রথম দিনেই ৫ ট্রাকে ১২৯ মেট্রিক টন ৯২০ কেজি কয়লা আমদানি করা হয়।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –