• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

বিরামপুরে জুয়ার আসরে পুলিশের অভিযান, কারাগারে ১৭ জুয়াড়ি

প্রকাশিত: ৩ মার্চ ২০২৩  

 
দিনাজপুরের বিরামপুরে জুয়ার আসর থেকে ১২ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

শুক্রবার (৩ মার্চ) ভোর ৪টার দিকে উপজেলার খয়েরবাড়ি এলাকায় গুচ্ছগ্রামের রবিউল ইসলামের বাড়ি থেকে তাদের আটক করা হয়। তবে বাড়ির মালিককে আটক করা সম্ভব হয়নি।

আটকরা হলেন উপজেলার জোতমাধব এলাকার মমতাজ আলীর ছেলে আনিছুর রহমান (৩৪), একই এলাকার মাজহার আলীর ছেলে মো. মিলন (৩৪), তাহেরের ছেলে জহুরুল ইসলাম (২৮), মোজাহারের ছেলে নাজমুল (৫০), খয়েরবাড়ি এলাকার চানমিয়ার ছেলে মোস্তফা (৪২), সাইদুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (২৫), আব্দুল মজিদের ছেলে সানোয়ার হোসেন (৩১), আলেফ মিয়ার ছেলে বেলাল হোসেন (৩৫), শাহজাদপুর এলাকার আ. খালেকের ছেলে জাহিদ হাসান (২৮), নঈমুদ্দিনের ছেলে শুটকু (৬০), বেড়াখায় এলাকার দেলোয়ার হোসেনের ছেলে আ. লতিফ (৪০) ও পূর্ব জগন্নাথপুর এলাকার ইবরাহিমের ছেলে ভোলা (৪০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরের দিকে খয়েরবাড়ি এলাকায় গুচ্ছগ্রামের রবিউল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় কৌশলে বাড়ির মালিক পালিয়ে গেলেও ১২ জনকে জুয়া খেলার সরঞ্জামসহ আটক করা হয়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, আটকদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –