• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

ইভটিজিংয়ের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

প্রকাশিত: ২ এপ্রিল ২০২৩  

দিনাজপুরে ইভটিজিংয়ের দায়ে রহিদুল ইসলাম সাগর (২২) নামের এক যুবককে ছয়মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে শহরতলী বাঙ্গিবেচা ব্রিজ এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা ভূমি কর্মকর্তা সাথী দাস।

দণ্ডপ্রাপ্ত রহিদুল ইসলাম দিনাজপুর শহরের গোবরাপাড়া গ্রামের শাহাজান আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, প্রতিদিন স্কুলে ও প্রাইভেটে যাওয়ার সময় বাঙ্গিবেচা ব্রিজে দুই শিক্ষার্থীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলেন রহিদুল ইসলাম। এ বিষয়ে তাদের অভিভাবক কথা বলতে গেলেও তাদের সঙ্গেও খারাপ ব্যবহার করতেন। শনিবার সকালে ওই দুই শিক্ষার্থীকে আবারও উত্ত্যক্ত করেন রহিদুল। এসময় অভিভাবকরা বাধা দিতে গেলে তিনি তাদের মারতে এগিয়ে আসেন। পরে অভিভাবকরা ৯৯৯ নম্বরে কল দেন। তাৎক্ষণিকভাবে পুলিশ এসে তাকে আটক করে।

পুলিশ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা ভূমি কর্মকর্তা সাথী দাসকে জানালে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্তকে ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –