• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৪  

টানা শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জেলা দিনাজপুর। সোমবার (২৯ জানুয়ারি) দিনাজপুরে সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটি সারাদেশের সর্বনিম্ন তাপমাত্রা। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।  

এদিকে গতকাল রোববার মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ দশমিক ৫ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার হিসেবে দিনাজপুরে গতকাল রোববার ও আজ সোমবার তীব্র শৈত্যপ্রবাহ বিরাজ করছে। কিন্তু তীব্র শৈত্যপ্রবাহ আর সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করলেও সোমবার সকাল থেকে সূর্যের দেখা মিলেছে।

এদিকে রোদের দেখা পাওয়ায় প্রাণচাঞ্চল্য ফিরেছে দিনাজপুরের সাধারণ মানুষের মধ্যে। সকাল থেকেই লোকজনকে কর্মব্যস্ত হতে দেখা যায়। 

চিরিরবন্দরের কৃষক মমিনুল বলেন, আলুখেত নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম। রোদ ওঠায় টেনশন কিছুটা কমলো। দিনাজপুর শহরের বটতলা এলাকায় ইজিবাইক চালক সোহাগ বলেন, রোদ ওঠায় ভালো লাগছে। রাস্তায় মানুষের ভিড় বেড়েছে।

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, আজ সোমবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৮৮ ভাগ। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –