• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

মধ্যপড়া খনিতে পাথর উত্তোলন বন্ধ   

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৪  

দেশের একমাত্র মধ্যপাড়া পাথর খনির উত্তোলন বন্ধ করা হয়েছে। মজুদ বৃদ্ধি পাওয়ায় পাথর রাখার জায়গা সংকুলান না হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে খনি থেকে পাথর উত্তেলন বন্ধ করা হয়েছে। এ বিষয়ে খনির পাথর উত্তোলনকারী ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি উৎপাদন বন্ধ রাখার ঘোষণা দিয়ে নোটিশ টানিয়ে দিয়েছে। সেই সঙ্গে খনিতে কর্মরত ৭ শতাধিক শ্রমিক-কর্মচারীকে অনির্দিষ্ট সময়ের জন্য ছুটি দেওয়া হয়েছে।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু দাউদ মোহম্মদ ফরিদুজ্জামান। 

মধ্যপাড়া পাথর খনি থেকে আবারও উত্তোলন কবে হবে কিংবা কেন বিক্রি কম হওয়ায় মজুদ বাড়ছে এ সংক্রান্ত বিষয়ে কেউ কথা বলছেন না।  

জানা যায়, মধ্যপাড়া পাথর খনিতে দৈনিক পাথর উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা রয়েছে সাড়ে ৫ হাজার মেট্রিক টন। কিন্তু প্রতিদিনই ৬ হাজারের অধিক পাথর উত্তোলন হচ্ছে। প্রতিমাসেই মাসিক উৎপাদনের লক্ষ্যমাত্রার অতিরিক্ত রেকর্ড পরিমাণে পাথর উত্তোলনের পর এবার দৈনিক পাথর উত্তোলনের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সকল মাসেই একাধিকবার দৈনিক ৬ হাজারের অধিক মেট্রিক টন পাথর উত্তোলন করছে ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানিয়া-টেস্ট কনসোটিয়াম (জিটিসি)। এর আগে কখনও একদিনে এতো পরিমাণ পাথর উত্তোলন করা সম্ভব হয়নি। প্রতি মাসে উৎপাদন বাড়লেও পাথর বিক্রিতে গতি না থাকায় রেকর্ড পরিমাণ উত্তোলন করেও সময়মতো বিল পাচ্ছে না জিটিসি। 

জিটিসি সূত্র বলছে, প্রতিমাসে উৎপাদন বাড়লেও পাথর বিক্রিতে গতি নেই। প্রতি মাসে প্রায় দেড় লাখ মেট্রিক টন পাথর উৎপাদনের বিপরীতে বিক্রি হয় ৫০ থেকে ৬০ হাজার মেট্রিক টন পাথর। এতে খনির ৯টি ইয়ার্ডে বিভিন্ন আকারের প্রায় ১০ লাখ মেট্রিক টন পাথরের মজুত গড়ে উঠেছে। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –