• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

বিএনপি কোনো আন্দোলন সফল করতে পারছে না: অর্থমন্ত্রী

প্রকাশিত: ৭ মার্চ ২০২৪  

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, সোনার বাংলা গড়তে শেখ হাসিনা নিয়মিত নতুন আইডিয়া নিয়েই কাজ করছেন। তার সব আইডিয়া আজ সফল। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, মেট্রোরেল, পাতাল সড়ক, বিদ্যুৎ ও স্বাস্থ্যসহ আরও অনেক উন্নয়নে হাত দিয়েই তিনি সফল হয়েছেন। অন্যদিকে বিএনপি আগে যানবাহনে ইটপাটকেল নিক্ষেপ করতো। তারপর তারা যানবাহনে আগুন দিতে শুরু করল। সর্বশেষ তারা ট্রেনে আগুন দিয়েছে। তারা কোনো আন্দোলন সফল করতে পারছে না।

বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে দিনাজপুরের খানসমা উপজেলার পাকেরহাট বাজারে উন্মুক্ত মঞ্চে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। 

অর্থমন্ত্রী বলেন, ভূমিহীনদের কথা কেউ চিন্তা করেনি। বঙ্গবন্ধু চিন্তা করলেও তাকে সেটি করার সুযোগ দেয়নি স্বাধীনতা বিরোধীরা। তারা তাকে হত্যা করে উন্নয়ন বাধাগ্রস্ত করে। কিন্তু বঙ্গবন্ধুকন্যা ক্ষমতায় আসার পর থেকে এদেশের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। যার সুফল সকলেই পাচ্ছে। এই উন্নয়নের ফলে বাংলাদেশ নতুন রূপ পেয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়নের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন, নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শেখ রফিকুল ইসলাম, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –