• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

ডিজিটাল হাট থেকে কোরবানির গরু কিনলেন জুনাইদ আহমেদ পলক

প্রকাশিত: ৫ জুলাই ২০২২  

ডিজিটাল হাট থেকে কোরবানির গরু কিনলেন জুনাইদ আহমেদ পলক            
ডিজিটাল হাট থেকে ৭১ হাজার ২৫০ টাকায় একটি গরু কিনেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

গত রোববার (৩ জুলাই) বিকেলে অনলাইন প্ল্যাটফর্ম ডিজিটাল কোরবানি হাটের উদ্বোধনের সময় এই গরুটি কেনেন মন্ত্রী। ই-ক্যাবের মানবসেবা প্রকল্পের মাধ্যমে এটি সিলেটের বন্যাকবলিত এলাকার মানুষের মাঝে বিতরণ করা হবে।

অনুষ্ঠানে এই গরু ক্রয়ের মাধ্যমেই হাটের উদ্বোধন করা হয়। গরুটি ক্রয়ে অনলাইনেই কার্ডের মাধ্যমে ৭ হজার ১২৫ টাকা পেমেন্টের মাধ্যমে গরুটি বুকিং করে রাখা হয়। গরুটির ওজন দেখানো হয় আনুমানিক ১৫০ কেজি।

এর আগে অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রতিমন্ত্রী জানান, আমরা তৃতীয় বছরের মতো এই ডিজিটাল হাট কার্যক্রম পরিচালনা করছি। ডিজিটাল প্ল্যাটফর্মে যাতে বিশ্বস্ততা অর্জন করা যায় আমরা সেই চেষ্টা করছি। আমরা একটি ক্যাশ লেস সোসাইটি গড়ে তুলবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার ভিশনে এসব সম্ভব হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –