• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

অবশেষে চালু হচ্ছে বিরল স্থলবন্দর

প্রকাশিত: ৭ জুলাই ২০২০  

অবশেষে চালু হতে চলেছে দিনাজপুরের বিরল স্থলবন্দর। খুব দ্রুত এই স্থল বন্দর চালু করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি। তিনি বলেন- বাংলাদেশি অংশে ৪ লেনের বাড়তি রেলপথ তৈরির প্রকল্পের সম্ভাব্যতা যাচাই বাছাইসহ বিরল স্থলবন্দরের আধুনিকায়নের কাজ অতিদ্রুত শুরু করা হবে। সোমবার বিরল স্থল বন্দর পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। 

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি এবং নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বিরল স্থলবন্দরের স্থান পরির্দশন শেষে বিরল উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এবং বিরল পৌর মেয়র আলহাজ্ব মো: সবুজার সিদ্দিক সাগরের সভাপতিতে অনুষ্ঠিত সুধি সমাবেশে বক্তব্য প্রদান কালে উপরোক্ত আশ্বাস প্রদান করে বন্দরটি অতিদ্রুত চালুর বিষয়ে প্রতিশ্রতি পুর্নব্যক্ত করেন রেল এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের দুই মন্ত্রী।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, পুলিশ সুপার আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমা কান্ত রায়, বিরল ল্যান্ড পোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শহিদুর রহমান পাটোয়ারী মোহন প্রমুখ।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –